Monday, December 9, 2019

মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ড বিচারহীনতার ৩০০তম দিবস






















৮ই ডিসেম্বর ২০১৯ ইং রোজ রবিবার বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে আদনান তাসিন হত্যার ৩০০তম দিন, নিরাপদ সড়ক আন্দলন (নিসআ), যাত্রী কল্যাণ সমিতি, এক্সেস টু হিউম্যান রাইট সহ বিভিন্ন কলেজ বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে "আদনান তাসিন"হত্যার বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে। উক্ত মানববন্ধনে অন্যান্য সংগঠনের কেন্দ্রীয় কর্মীরাসহ উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক আন্দলন (নিসআ) মোহাম্মাদ তুহিন ফারাবি (সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি নিসআ ও আহ্বায়ক-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) ইনজামুল হক রামিম (যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি নিসআ) আব্দুল্লা মেহেদি দিপ্ত (যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি নিসআ), সাব্বির হসেন, মেহেরুন নিপা প্রমুখ, এক্সেস টু হিউম্যান রাইট চেয়ারম্যান এডভোকেট এনামুল হক সরকার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বেলাল, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট মাজেদা মনি, এম সহিদ উদ্দিন এ্যানি, যাত্রী কল্যাণ সমিতির জিয়াউল হক, সড়কে সন্তান স্বজনহারা অভিভাবক ফোরামের মুক্তিযোদ্ধা আমান উল্লাহ সিকদার, বাইং গার্মেন্টস এম্পপ্ল্যী ফোরামের করিম, আশিকুর রহমান বাবু, মাহাবুবুর রহমান টিটন, পায়রা নিউজ এর সম্পাদক আখন্দ সালমান সাদি, এলাকাবাসী বাবর রহমান, সমগ্র সমাবেশটি পরিচালনা করেন মোহাম্মাদ তুহিন ফারাবি (সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি নিসআ ও আহ্বায়ক-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়) ব্যবস্থাপনায় ছিলেন নিরাপদ সড়ক আন্দলন (নিসআ),

মানববন্ধনে শহীদ আদনান তাসিনের বাবা আহসান উল্লাহ টুটুল বলেন, তাসিন হত্যার ৩০০ দিন অতিবাহিত হলেও এখনো ঘাতকদের ধরা হয়নি। বিচারের জন্য প্রশাসনের বিভিন্ন মহলে শরণাপন্ন হলেও কোনো ধরনের বিচার সহানুভূতি বা বিচারের আশ্বাস পাইনি। তিনি আরও বলেন, সড়কে হত্যা, খুনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে ঐক্যবদ্ধ হতে হবে। সব হত্যাকারী ঘাতকের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর করতে হবে। বিচারহীনতা অপরাধ প্রবণতা থেকে অনুপ্রাণিত করে। নতুন নতুন আইন নয়,

আদনান তাসিনের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় না আনা হলে - হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমগ্র দেশে বৃহৎ আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে

তিনি আরও অভিযোগ করে বলেন সম্প্রীতি কিছু সংখ্যক সন্ত্রাসী সড়কে নেমে নৈরাজ্য সৃষ্টি করে,সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের ছবিকে লাঞ্ছিত করে, নারীদের লাঞ্ছিত করে, পিইসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধা দেয়, মুমূর্ষু রোগীবাহী এম্বুলেন্স চলতে দেয়নি।পুরো সড়ক জুড়ে মাত্র গুটি কয়েক ঘাতক ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা সাধারন পথচারী- গাড়ির চালককে পোড়া মবিল মুখে মেখে দেয়,কিন্তু প্রশাসন তাদেরকে বারণও করেননি-বাধাও দেননি। পুরো বিশ্ব মিডিয়া তা দেখে অবাক বিস্মিত ! অথচ সড়কে হত্যাবন্ধ ও বিচারের দাবিতে যখন শিক্ষার্থীরা রাস্তায় নামে তখন কমলমতি শিক্ষার্থীদের উপর হামলা-মামলা নির্যাতন চালান হয়, এর মানে কি এই দাঁড়ায় যে সরকার পরিবহণ সেক্টরকে প্রশ্রয় দিচ্ছেন? কিন্তু কেন ! সরকার যদি তাদের প্রশ্রয় দেন তবে তারা সড়কে আরও হত্যা করতে উৎসাহী হবে। প্রতিদিন সড়কে কত জন খুন হচ্ছে? কত জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে?? কিন্তু কেউ কে কি ধরা হচ্ছে??? ২/১জনকে ধরা হয় যদি কোন আন্দোলন হয়, আর আন্দোলন না হলে "ঢাকা পড়ে যায় হত্যাকাণ্ড"- যেমন ঢাকা প্রে গেছে মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ড।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সকালে সেন্ট জোসেফ কলেজ থেকে ফেরার পথে উত্তরা পরিবহন নামে একটি বাস ঢাকা বিমানবন্দর সড়কের শেওড়া বাসস্ট্যান্ডে জেব্রাক্রসিংয়ের ওপর (প্রস্তাবিত আদনান চত্বর) তাসিনকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।






Friday, December 6, 2019

মেধাবী ছাত্র আদনান সামিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তি লাভ








ঢাকা| রাত ৮:১৪,শুক্রবার,৬ই ডিসেম্বর, ২০১৯ ইং||২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ||৮ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী||হেমন্তকাল


নগর প্রতিবেদক :  গত ৪ঠা ডিসেম্বর ২০১৯, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০১৯ সালের ফলাফলের ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়- এতে মেধাবী ছাত্র আদনান সামিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৃত্তি লাভ, উল্লেখ্য আদনান সামিন ২০১৯ সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় ইংলিশ ভার্সন সায়েন্স “নটরডেম কলেজ” ঢাকা বোর্ড থেকে গোল্ডেন জিপিএ৫ (এ+) পেয়েছিল
,সে পিএসসি, জেএসসি, এসএসসি তে জিপিএ৫ পেয়েছিল, সে আরেক মেধাবী ছাত্র "সড়কে শহীদ  আদনান তাসিন’র বড় ভাই, মেধাবী ছাত্র "সড়কে শহীদ  আদনান তাসিন সেন্ট জোসেফ এর একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র সে ১১ই ফেব্রুয়ারী ২০১৯ কলেজ থেকে ফেরার পথে ঢাকা বিমান বন্দর সড়কে জোয়ার সাহারা বাস স্ট্যান্ড (প্রস্তাবিত আদনান চত্বর ) এ জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময়ে তাকে শিক্ষার্থীর পোশাকে দেখে  দ্রুতগামী ঘাতক বাস ক্রোধের বশে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে  চাকায় পিষ্ট করে নির্মম নৃশংস ভাবে হত্যা করে।

কৃতিছাত্র আদনান সামিন’র বাবা আহসান উল্লাহ ভূঁইয়া টুটুল পায়রা.নিউজ’কে বলেন, আজকের এই দিনে বার বার আমার আদরের কনিষ্ট সন্তান মেধাবী ছাত্র আদনান তাসিনের কথা মনে পড়ে, তাকে এই রাষ্ট্র সমাজ হত্যা না করলে সেও ভালো ফলাফল করতো, তার ইচ্ছা ছিল সে পাইলট হয়ে আকাশে উড়বে।কিন্তু, রাষ্ট্র সমাজ হায়না পিচাশ তাকে বাঁচতে দেয়নি, আজো নিস্পাপ ছেলে হত্যার ন্যূনতম বিচারও পাইনি। আমার দুই সন্তানই বারিধারা স্কলারস এর মেধাবী ছাত্র ছিল, তারা নার্সারি থেকে এস এস সি পর্যন্ত কোন শিক্ষকের কাছে প্রাইভেট পরেনি, তাদের শিক্ষক তার মা, তাদের ভালো ফলাফলের কৃতিত্ব তার মা শাহিদা আক্তার অনেকাংশই প্রাপ্য।তারা শুধু লেখা পড়ায় নয়, খেলাধুলা, সঙ্গীত, সায়েন্স ফেয়ার, গনিত অলম্পিয়াড উৎসব সহ সবকিছুতেই তাদের পদচারণা। বাসায় তাদের শতাধিক মেডাল ,ট্রফি , সার্টিফিকেট সহ তাদের অনেক অর্জন

Saturday, November 30, 2019

বিচারহীনতা ঘাতকদের উৎসাহিত করে




মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সেন্ট যোসেফ কলেজের ইংলিশ ভার্সন সায়েন্স এর প্রথম বর্ষের ছাত্র ছিল, গত ১১ই ফেব্রুয়ারিতে কলেজ থেকে বাসায় ফেরার পথে বিমান বন্দর সড়কে শেওড়া বাস ষ্টেন্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময়ে দুরপাল্লার দ্রুত গামী ভ্রাম্মনবাড়িয়ার বাস তাকে শিক্ষার্থীর পোশাকে দেখে ক্রোধের বশবর্তী হয়ে - ইচ্ছাকৃত ভাবে চাপা দিয়ে চলে যায়, তার পিতা গত ২ বছর যাবৎ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ, তথাপি তার সন্তানের জাষ্টিজ এর জন্যে সবার দ্বারে দ্বারে আহাজারি করছে কিন্তু এখনো বিষয়টি কেউ আমলেই নিচ্ছে না কারন ঘটনা টি আলোচিত হয়নি - ভাইরাল নয়, মিডিয়ায় আসেনি, তার অধ্যায়নরত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী অভিভাবক প্রতিবাদ বা আন্দোলন করেনি, সন্তানকে কবরে শূইয়ে এসে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী নিয়ে মানববন্ধন করেন তার পিতা, তার কলেজ সেন্ট জোসেফে তিনি অনেক কষ্ট করে নিজে গিয়েছে, সমর্থন চেয়ে পায়নি, কলেজের শিক্ষার্থীরা ২০১৯ এপ্রিল ১৩ তারিখে প্রতিবাদ করবে বলে ফেইসবুকে একটি ইভেন্ট দেয় কিন্তু সুবিধাভোগী প্রিন্সিপ্যাল ও কিছু শিক্ষক শিক্ষার্থীরা তাও বন্ধ করে দেয়, তিনি মেয়র মহোদয় এর সাথে ২ দিন দেখা করে, সেন্ট জোসেফ কলেজের প্রিন্সিপাল ও সে স্কুলে ১৩ বছর পড়েছে বারিধারা স্কলারস’ র প্রিন্সিপালকে তাদের সমর্থন প্রার্থনা করে, সহায়তা, সহানুভূতি পেলনা, 






বিইউপি শিক্ষার্থী আবরার হত্যা কান্ডের বিচারের দাবিতে তিনি একাত্বতা প্রকাশ করে-অসুস্থ শরীর নিয়ে শিক্ষার্থীদের সাথে রাজপথে নামে, আবরার এর বাবার সাথে ফোনে কথা বলে সহানুভূতি জা্নায়, তার প্রানপ্রিয় আদরের সন্তানের নির্মম হত্যার বিচারে দেশের সকল জনগন, সাংবাদিক, পেশাজীবী সহ সকলের সহযোগিতা প্রার্থনা করে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন DU, CU, RU, IUB, CUET, BUET, KUET, RUET, DHAKA COLLEGE, TIUMIR COLLEGE, TEJGON COLLEGE, CITI COLLEGE, BUP, NSU, AIUB , GULSHAN COLLEGE, RAMIJUDDIN, DMC, CMC ইত্যাদি সহ দেশের সকল স্কুল কলেজ শিক্ষার্থীদের সমর্থন, সহানুভূতি, সহায়তা কামনা করে, তিনি তার প্রান প্রিয় সন্তান ফিরে পাবেন না, কিন্তু তিনি এই নির্মম হত্যাকান্ডের বিচার চান, দিয়া-করিম আন্দোলনের পর পরিবহণের ঘাতকদের মনে শিক্ষার্থীদের উপর ক্ষোভ, আক্রোশ, ক্রোধের সৃষ্টি হয় - যার ফল শ্রুতিতে তারা বেছে বেছে শিক্ষার্থীদের হত্যার মিশনে নেমেছে, অল্প কিছুদিনের ব্যবধানে ঢাকার উত্তর সিটি এলাকায় একের পর এক শিক্ষার্থী হত্যা করে, শিশু ফাইজা র হত্যার বিচার হলে, আদনান তাসিন কে হত্যা করতনা, আদনান তাসিনের হত্যার বিচার হলে আবরার কে হত্যা করতনা, আবরার হত্যার বিচার হলে লাবণ্যকে হত্যা করতনা, লাবণ্যর হত্যার বিচার হলে তাঞ্জিলা কে হত্যা করতনা, তাঞ্জিলার হত্যার বিচার হলে আরিফ কে হত্যা করতনা, আরিফের হত্যার বিচার হলে সাব্বির কে হত্যা করতনা, বিচারহীনতা ঘাতকদের উৎসাহিত করে,
তিনি চাইনা #ঘাতকরা তার সন্তানের মত সড়কে আর কারো প্রান কেড়ে নেয়, ঘাতকদের উৎসাহ দিলে তারা আরো বেশি খুন করবে, এমনিতেই তাদের আক্রমণের বেশিরভাগ শিকার শিক্ষার্থী, স্কুল বা কলেজ ড্রেস পরা দেখলেই মনে হয় তাদের উপর ঝাপিয়ে পড়ে, এখনও সময় আছে, ওদেরকে থামাতে হবে, তাদের পরবর্তী টার্গেট আপনি বা আপনার আপনজনো হতে পারে !

ঘাতক মুক্ত সড়ক মনপ্রাণে ধারণ এবং খুনি ঘাতক হায়নাদের বিরুদ্ধে যদি আপনি শক্ত অবস্থানে থাকেন তাহলে যুক্ত হোন এবং ছড়িয়ে দিন প্রতিবাদের বার্তা আর আওয়াজ তুলুন একই স্লোগানে: " ঘাতক মুক্ত সড়ক চাই "  

Want justice for the murder of Adnan Tasin student of St. Joseph

ঘাতকমুক্ত সড়ক চাই








মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সেন্ট যোসেফ কলেজের ইংলিশ ভার্সন সায়েন্স এর প্রথম বর্ষের ছাত্র ছিল, গত ১১ই ফেব্রুয়ারিতে কলেজ থেকে বাসায় ফেরার পথে বিমান বন্দর সড়কে শেওড়া বাস ষ্টেন্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময়ে দুরপাল্লার দ্রুত গামী ভ্রাম্মনবাড়িয়ার বাস তাকে শিক্ষার্থীর পোশাকে দেখে ক্রোধের বশবর্তী হয়ে - ইচ্ছাকৃত ভাবে চাপা দিয়ে চলে যায়, তার পিতা গত ২ বছর যাবৎ জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ, তথাপি তার সন্তানের জাষ্টিজ এর জন্যে সবার দ্বারে দ্বারে আহাজারি করছে কিন্তু এখনো বিষয়টি কেউ আমলেই নিচ্ছে না কারন ঘটনা টি আলোচিত হয়নি - ভাইরাল নয়, মিডিয়ায় আসেনি, তার অধ্যায়নরত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থী অভিভাবক প্রতিবাদ বা আন্দোলন করেনি, সন্তানকে কবরে শূইয়ে এসে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী নিয়ে মানববন্ধন করেন তার পিতা, তার কলেজ সেন্ট জোসেফে তিনি অনেক কষ্ট করে নিজে গিয়েছে, সমর্থন চেয়ে পায়নি, কলেজের শিক্ষার্থীরা ২০১৯ এপ্রিল ১৩ তারিখে প্রতিবাদ করবে বলে ফেইসবুকে একটি ইভেন্ট দেয় কিন্তু সুবিধাভোগী প্রিন্সিপ্যাল ও কিছু শিক্ষক শিক্ষার্থীরা তাও বন্ধ করে দেয়, তিনি মেয়র মহোদয় এর সাথে ২ দিন দেখা করে, সেন্ট জোসেফ কলেজের প্রিন্সিপাল ও সে স্কুলে ১৩ বছর পড়েছে বারিধারা স্কলারস’ র প্রিন্সিপালকে তাদের সমর্থন প্রার্থনা করে, সহায়তা, সহানুভূতি পেলনা, বিইউপি শিক্ষার্থী আবরার হত্যা কান্ডের বিচারের দাবিতে তিনি একাত্বতা প্রকাশ করে-অসুস্থ শরীর নিয়ে শিক্ষার্থীদের সাথে রাজপথে নামে, আবরার এর বাবার সাথে ফোনে কথা বলে সহানুভূতি জা্নায়, তার প্রানপ্রিয় আদরের সন্তানের নির্মম হত্যার বিচারে দেশের সকল জনগন, সাংবাদিক, পেশাজীবী সহ সকলের সহযোগিতা প্রার্থনা করে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান যেমন DU, CU, RU, IUB, CUET, BUET, KUET, RUET, DHAKA COLLEGE, TIUMIR COLLEGE, TEJGON COLLEGE, CITI COLLEGE, BUP, NSU, AIUB , GULSHAN COLLEGE, RAMIJUDDIN, DMC, CMC ইত্যাদি সহ দেশের সকল স্কুল কলেজ শিক্ষার্থীদের সমর্থন, সহানুভূতি, সহায়তা কামনা করে, তিনি তার প্রান প্রিয় সন্তান ফিরে পাবেন না, কিন্তু তিনি এই নির্মম হত্যাকান্ডের বিচার চান, দিয়া-করিম আন্দোলনের পর পরিবহণের ঘাতকদের মনে শিক্ষার্থীদের উপর ক্ষোভ, আক্রোশ, ক্রোধের সৃষ্টি হয় - যার ফল শ্রুতিতে তারা বেছে বেছে শিক্ষার্থীদের হত্যার মিশনে নেমেছে, অল্প কিছুদিনের ব্যবধানে ঢাকার উত্তর সিটি এলাকায় একের পর এক শিক্ষার্থী হত্যা করে, শিশু ফাইজা র হত্যার বিচার হলে, আদনান তাসিন কে হত্যা করতনা, আদনান তাসিনের হত্যার বিচার হলে আবরার কে হত্যা করতনা, আবরার হত্যার বিচার হলে লাবণ্যকে হত্যা করতনা, লাবণ্যর হত্যার বিচার হলে তাঞ্জিলা কে হত্যা করতনা, তাঞ্জিলার হত্যার বিচার হলে আরিফ কে হত্যা করতনা, আরিফের হত্যার বিচার হলে সাব্বির কে হত্যা করতনা, বিচারহীনতা অপরাধিদের উৎসাহিত করে, 
তিনি চাইনা #ঘাতকরা তার সন্তানের মত সড়কে আর কারো প্রান কেড়ে নেয়, ঘাতকদের উৎসাহ দিলে তারা আরো বেশি খুন করবে, এমনিতেই তাদের আক্রমণের বেশিরভাগ শিকার শিক্ষার্থী, স্কুল বা কলেজ ড্রেস পরা দেখলেই মনে হয় তাদের উপর ঝাপিয়ে পড়ে, এখনও সময় আছে, ওদেরকে থামাতে হবে, তাদের পরবর্তী টার্গেট আপনি বা আপনার আপনজনো হতে পারে !

ঘাতক মুক্ত সড়ক মনপ্রাণে ধারণ এবং খুনি ঘাতক হায়নাদের বিরুদ্ধে যদি আপনি শক্ত অবস্থানে থাকেন তাহলে যুক্ত হোন এবং ছড়িয়ে দিন প্রতিবাদের বার্তা আর আওয়াজ তুলুন একই স্লোগানে: " ঘাতক মুক্ত সড়ক চাই " 


৮ই ডিসেম্বর ২০১৯, সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে "মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ"




 



আদনান তাসিন সহ সড়কে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে   ** ৮ই ডিসেম্বর ২০১৯, সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে  
"মেধাবি শিক্ষার্থী আদনান তাসিন সহ সড়কে সকল হত্যা কাণ্ডের বিচারের দাবিতে "মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ" 
 
যে যেখানে আছেন সেই এলাকায়, সেই পাড়ায়, সেই মহল্লায়, দেশের ভিতর দেশের বাহিরে, সড়কে হত্যা ও বিচারহিনতার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করুন, #ঘাতকদের প্রশ্রয় দিলে তারা কাল আপনাকে বা আপনার স্বজনকে ছোবল মারবেই ...
 
ইতঃপূর্বে ১১ই সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩০ই সেপ্টেম্বর ২০১৯ গণস্বাক্ষর অভিযান হয়,
 
সেন্ট জোসেফ কলেজ একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র আদনান তাসিন হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে , আজ ২০৬ দিন অতিবাহত হলেও ঘাতকদের ধরা হয়নি, বরং যে বাস দিয়ে আদনান তাসিন কে হত্যা করা হয় তাও বাসের মালিকের কাছে ফেরত দিয়ে দেয়া হয় 

আদনান তাসিনের বাবার ক্ষমতা নেই এবং অসুস্থ বলেই প্রশাসন এই বিষয়ে কিছুই করছেন না বরং ঘাতকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে

আদনান তাসিনের নির্মম হত্যার বিচারের দাবিতে আদনান তাসিনের বাবা উত্তরের মেয়র, পুলিশ প্রধান, ঢাকা পুলিশ প্রধান  ও গুলশান রেঞ্জ এর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন কিন্তু কোন গুরুত্তই নেই,

আদনান তাসিনের নির্মম হত্যার বিচারের দাবিতে এই যাবত বিভিন্ন স্থানে মানববন্ধন ও সংলাপ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ঃ

(ক) মার্চ ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক
(খ) মে ২০১৯ - জাতিয় প্রেসক্লা্ক্লাব - #মানব্বন্ধন যাত্রী কল্যাণ সমিতির মোজ্জামেল হক , নিরাপদ সড়ক আন্দলন(নিসআ) সংগঠকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সংগঠক
(গ) জুলাই ২০১৯- ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি - #সংলাপ - বিশিষ্ট সাংবাদিক সহিদুল আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও বিশ্ব বিদ্যালয়ের নেত্রীবৃন্দ, ২০১৮ , ২৯শে জুলাই শিক্ষার্থী আন্দলনের নির্যাতিত ছাত্র নেত্রীবৃন্দ ও সড়ক পরিবহণ শ্রমিক নেতা
(ঘ) অগাস্ট ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এর পুত্র জয়, আজাদ ভাই সহ, স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা

কিন্তু এত কিছুর পরও  প্রশাসন থেকে কোন আশ্বাস , সান্তনা , সহানুভূতি কিছুই পায়নি আদনান তাসিনের পরিবার।

মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে







আদনান তাসিন সহ সড়কে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামি ১১ই সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩০ই সেপ্টেম্বর ২০১৯ গণস্বাক্ষর অভিযান শুরু করুন যে যেখানে আছেন সেই এলাকায়, সেই পাড়ায়, সেই মহল্লায়, দেশের ভিতর দেশের বাহিরে, সড়কে হত্যা ও বিচারহিনতার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করুন, #ঘাতকদের প্রশ্রয় দিলে তারা কাল আপনাকে বা আপনার স্বজনকে ছোবল মারবেই ...
 
সেন্ট জোসেফ কলেজ একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র আদনান তাসিন হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে , আজ ২০৬ দিন অতিবাহত হলেও ঘাতকদের ধরা হয়নি, বরং যে বাস দিয়ে আদনান তাসিন কে হত্যা করা হয় তাও বাসের মালিকের কাছে ফেরত দিয়ে দেয়া হয় 

আদনান তাসিনের বাবার ক্ষমতা নেই এবং অসুস্থ বলেই প্রশাসন এই বিষয়ে কিছুই করছেন না বরং ঘাতকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে

আদনান তাসিনের নির্মম হত্যার বিচারের দাবিতে আদনান তাসিনের বাবা উত্তরের মেয়র, পুলিশ প্রধান, ঢাকা পুলিশ প্রধান  ও গুলশান রেঞ্জ এর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন কিন্তু কোন গুরুত্তই নেই,

আদনান তাসিনের নির্মম হত্যার বিচারের দাবিতে এই যাবত বিভিন্ন স্থানে মানববন্ধন ও সংলাপ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ঃ

(ক) মার্চ ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক
(খ) মে ২০১৯ - জাতিয় প্রেসক্লা্ক্লাব - #মানব্বন্ধন যাত্রী কল্যাণ সমিতির মোজ্জামেল হক , নিরাপদ সড়ক আন্দলন(নিসআ) সংগঠকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সংগঠক
(গ) জুলাই ২০১৯- ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি - #সংলাপ - বিশিষ্ট সাংবাদিক সহিদুল আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও বিশ্ব বিদ্যালয়ের নেত্রীবৃন্দ, ২০১৮ , ২৯শে জুলাই শিক্ষার্থী আন্দলনের নির্যাতিত ছাত্র নেত্রীবৃন্দ ও সড়ক পরিবহণ শ্রমিক নেতা
(ঘ) অগাস্ট ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এর পুত্র জয়, আজাদ ভাই সহ, স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক
 
** ৮ই ডিসেম্বর ২০১৯, সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে "মেধাবি শিক্ষার্থী আদনান তাসিন সহ সড়কে সকল হত্যা কাণ্ডের বিচারের দাবিতে "মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ"

কিন্তু এত কিছুর পরও  প্রশাসন থেকে কোন আশ্বাস , সান্তনা , সহানুভূতি কিছুই পায়নি আদনান তাসিনের পরিবার।

সড়কে আদনান তাসিন সহ সকল হত্যাকাণ্ডের -বিচার চাই





আমার দোয়া আশা আমার অভাগা নিষ্পাপ সন্তান ভালো আছে নিশ্চয় ওপারে- সে ভারি মিষ্টি ভারি আদরের, নিষ্পাপ, পবিত্র ! তাকে নিয়ে এভাবে লিখব, বা তাকে এইভাবে হারাতে হবে ভাবিনি, শূয়র- হায়না  শকুন ঘাতকেরা এইভাবে নিষ্পাপ শিশুকে তাদের চাকায় পীচের রাস্তায় পিষে বর্বর নির্মম ভাবে খুন করবে , সবই যেন স্বপ্ন, হয়ত আমার স্বপ্ন ভেঙ্গে গেলে আমি আবার আমার নিষ্পাপ সেই পবিত্র মিষ্টি মুখটি দেখব। কেন জানি প্রতিক্ষণ প্রতি মুহূর্তে মনে হয়, ইস সে যদি আমার সামনে এসে আমাকে আব্বু বলে বুকে জড়িয়ে ধরে, বুকের ভিতরের তীব্র যন্ত্রণার ঢেউ হয়ত একটু শান্ত হত, সড়কে ঘাতকের হাতে প্রান হারিয়ে আমার মত কত মা-বাবা আদরের সন্তান হারিয়ে চোখে মুখে কান্নার রোল, আমার কান্নায় যেন শরীরের সকল রক্ত অশ্রু হয়ে বের হয়ে আসতে চায়, কারন কষ্টে চোখের সকল জল আগেই শুকিয়ে গেছে । তবুও স্বান্তনার জন্যই বেদনা ভুলে থাকার জন্য, কষ্ট গুলোকে চেপে রেখে বিভিন্ন জায়গায় লিখি, কেউ আমার ফরিয়াদ শুনে না, মানুষের এত্ত সময় কৈ এইসব লেখা পড়ার , মানুষের এত্ত সময় কথায় অন্নের কষ্টে সমবেথি হবার,
কি অপরাধ করেছিল আমার নিষ্পাপ সন্তান? যার মিষ্টি পবিত্র আদরের মুখ দেখলে মিষ্টি হাসিতে মনের সকল কষ্ট বিলিন হয়ে যায়, আমি আমার হীরের টুকরো দুই সন্তান নিয়ে সুখেই ছিলাম, প্রতি রাতে শুতে গিয়ে আমি শোকর-আলহামদিলিল্লাহ বলে শুতে যেতাম, আমার স্ত্রী, আমার দুই সন্তান আমার গর্ব , শিক্ষা প্রতিষ্ঠানের গর্ব , এলাকার গর্ব,  আমার দুই সন্তান আমার ভালোবাসা , আমার কাছে আল্লাহর রহমত,  আল্লাহার অশেষ মেহেরবানীতে আমার দুই সন্তান মেধাবী ও ইনডোর আউটডোর খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম, সায়েঞ্চ ফেয়ার সব দিক থেকে  সম ভাবেপারদর্শী, আমার সন্তান শুধু আমার নয় দেশেরও গরব, আমার জ্যেষ্ঠ ছেলে আদনান সামিন বারিধারা স্কলার্স থেকে পিএসসি ও জেএসসি তে জিপিএ-৫ পায়, ২০১৭ সালে ইংলিশ ভার্সন সায়েন্স থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে, নটারডেম কলেজে ইংলিশ ভার্সন সায়েন্স ২য় বর্ষের ছাত্র এবং কনিষ্ঠ ছেলে আদনান তাসিন,বারিধারা স্কলার্স থেকে পিএসসি ও জেএসসি তে জিপিএ-৫ পায়, ২০১৮ সালে ইংলিশ ভার্সন সায়েন্স থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে, সেন্ট যোসেফ এ একদশ শ্রেণিতে ভর্তি হয়। আমার দুই সন্তানের জন্য কখনো প্রাইভেট টিচার এর প্রয়োজন হয়নি, তার মা’ই ছিল তাদের আদর্শ, তাদের টিচার, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই বলতো একই দুই ভাই মেধাবী, তারা নিয়ম মাফিক লেখাপড়া , কোরআন তেলওয়াত, নামাজ পড়তো, তাদের দুই ভাই ছিল পরম বন্ধুর মত, তারা সব বিষয়ে আমাদের সাথে শেয়ার করতো, সদা উৎফুল্ল – হাসি খুশি থাকতো দুই ভাই, কোন বিষয়ে তাদের কোনদিন কোন আবদার অভিযোগ ছিলনা, সব টাতে সন্তোষ থাকতো দুই ভাই,
২০১৭ সালে হটাত করে আমি জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে সম্পুরন শরীর পারালাসেস হয়ে যায়, আমি শয্যাশায়ী, ডাক্তার , ঔষধ , ফিজিও, তার পরও মনোবল ভাঙ্গে নি,  দুই সন্তানের কাঁধে ভর দিয়ে দাড়াঁতে শিখেছি, দুই সন্তানের উপর ভর করে হাটঁতে শিখছি, দুই সন্তানের উপর ভর দিয়ে নতুন করে বাঁচতে শিখছিলাম, বাবার হাত ধরে দাঁড়ানোর সৌভাগ্য অনেক সন্তানের হয় – কিন্তু সন্তানের হাত ধরে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু হায়না শকুন ঘাতক আমার আদরের নিস্পাপ ছোট্টো সন্তানকে নির্মম ভাবে খুন করে, যে সন্তান মানুষকে বাঁচতে শেখায়- সে নিজেই পৃথিবীতে থাকতে পারলো না আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
আমার কলিজার টুকরো নির্মম ভাবে খুন হবার পর এখনো পর্যন্ত নিত্যরাতে তার নিষ্পাপ আদুরী মধুমাখা বার বার চোখে ভেসে উঠে, ইছা হয় এখনি তাকে বুকে নিয়ে ঘুমাই। আর তার গর্ভ ধারিণী মা বার বার আঁচল দিয়ে চোখ মুছে- কোরআন তেলওয়াত নামাজ পড়ে নিষ্পাপ সন্তানের জন্য প্রাথনা করে – নিজেকে নিজে সান্তনা দিতে চেষ্টা করে, বড় ছেলেকে সান্তনা দিতে চেষ্টা করে, কিন্তু কষ্টের কান্না কিছুতেই থামানো যায়না। পরিশেষে আদরের নিষ্পাপ সন্তানের জন্য সকলের কাছ থেকে দোয়া কামনা করছি।