Saturday, November 30, 2019

৮ই ডিসেম্বর ২০১৯, সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে "মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ"




 



আদনান তাসিন সহ সড়কে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে, প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠকদের অংশগ্রহণে   ** ৮ই ডিসেম্বর ২০১৯, সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে  
"মেধাবি শিক্ষার্থী আদনান তাসিন সহ সড়কে সকল হত্যা কাণ্ডের বিচারের দাবিতে "মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ" 
 
যে যেখানে আছেন সেই এলাকায়, সেই পাড়ায়, সেই মহল্লায়, দেশের ভিতর দেশের বাহিরে, সড়কে হত্যা ও বিচারহিনতার বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করুন, #ঘাতকদের প্রশ্রয় দিলে তারা কাল আপনাকে বা আপনার স্বজনকে ছোবল মারবেই ...
 
ইতঃপূর্বে ১১ই সেপ্টেম্বর ২০১৯ থেকে ৩০ই সেপ্টেম্বর ২০১৯ গণস্বাক্ষর অভিযান হয়,
 
সেন্ট জোসেফ কলেজ একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র আদনান তাসিন হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে , আজ ২০৬ দিন অতিবাহত হলেও ঘাতকদের ধরা হয়নি, বরং যে বাস দিয়ে আদনান তাসিন কে হত্যা করা হয় তাও বাসের মালিকের কাছে ফেরত দিয়ে দেয়া হয় 

আদনান তাসিনের বাবার ক্ষমতা নেই এবং অসুস্থ বলেই প্রশাসন এই বিষয়ে কিছুই করছেন না বরং ঘাতকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে

আদনান তাসিনের নির্মম হত্যার বিচারের দাবিতে আদনান তাসিনের বাবা উত্তরের মেয়র, পুলিশ প্রধান, ঢাকা পুলিশ প্রধান  ও গুলশান রেঞ্জ এর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন কিন্তু কোন গুরুত্তই নেই,

আদনান তাসিনের নির্মম হত্যার বিচারের দাবিতে এই যাবত বিভিন্ন স্থানে মানববন্ধন ও সংলাপ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ঃ

(ক) মার্চ ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক
(খ) মে ২০১৯ - জাতিয় প্রেসক্লা্ক্লাব - #মানব্বন্ধন যাত্রী কল্যাণ সমিতির মোজ্জামেল হক , নিরাপদ সড়ক আন্দলন(নিসআ) সংগঠকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সংগঠক
(গ) জুলাই ২০১৯- ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি - #সংলাপ - বিশিষ্ট সাংবাদিক সহিদুল আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও বিশ্ব বিদ্যালয়ের নেত্রীবৃন্দ, ২০১৮ , ২৯শে জুলাই শিক্ষার্থী আন্দলনের নির্যাতিত ছাত্র নেত্রীবৃন্দ ও সড়ক পরিবহণ শ্রমিক নেতা
(ঘ) অগাস্ট ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এর পুত্র জয়, আজাদ ভাই সহ, স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা

কিন্তু এত কিছুর পরও  প্রশাসন থেকে কোন আশ্বাস , সান্তনা , সহানুভূতি কিছুই পায়নি আদনান তাসিনের পরিবার।

No comments:

Post a Comment