Saturday, November 30, 2019

সন্তানের হত্যার বিচারের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন !!



Image may contain: one or more people and text


বরাবর,

মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর সচিবালয়
তেজগাঁ - ঢাকা

বিষয়ঃ    মেধাবী শিক্ষার্থী আদনান তাসিনকে সড়কে হত্যার সুবিচারের জন্য আবেদন


জনাব,
নিবেদন এই যে মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন (১৭),বারিধারা স্কলার্স থেকে ২০১৮ সালে ইংলিশ ভার্সন সায়েন্স থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে, সেন্ট যোসেফ এ একদশ শ্রেণিতে ভর্তি হয়। গত ১১ ফেব্রুয়ারি ২০১৯,রোজ সোমবার, প্রায় দুপুর ২টার দিকে কলেজ থেকে বাসায় ফেরার পথে বিমানবন্দর সড়কে শেওড়া রেলগেট নামক স্থানে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময়, তাকে দ্রুতগামী উত্তরা পরিবহনের বাস ঢাকা মেট্রো ব- ১১ ৪৫৮৪ শিক্ষার্থীর পোশাকে দেখে ক্রোধের বশে তাকে চাপা দিয়ে সড়কে ফেলে চলে যায়, পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় সরকারি কুর্মিটোলা হাসপাতালে নিলে সেখানে তারা সড়কে আহত রোগীর চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন এবং বলেন ঢাকা মেডিক্যালে নিয়ে যেতে, বনানী এলাকায় গাড়ির তীব্র যানজট – রোগীর অবস্থা আশংখাজনক তাই তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে নিয়ে আনা হয়, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে ( ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহি রাজাউন)
এখানে উল্লেখ্য যে,স্থানীয় সরকারি কুর্মিটোলা হাসপাতালে তাৎক্ষনিক তার চিকিৎসা করলে এবং ঢাকা মেডিক্যালে পাঠানোর সময়ে তাকে অক্সিজেন বা লাইফ সাপোর্ট দিলে তাকে নির্মম ভাবে কষ্ট পেয়ে মরতে হত না। এ স্থানে বিকল্প ব্যবস্থা  না করে ফুটওভার ব্রিজ অপসারণ করা হয় এবং জেব্রা ক্রসিঙ্গ রঙ দেয়া থাকলেও – কোন স্পীড ব্রেকার বা ট্র্যাফিক পুলিশ বা ট্র্যাফিক সিগন্যাল নাই, সড়কের এই অব্যবস্থাপনা / অবহেলার জনিত কারনে ছেলেটা নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে । তার মৃত্যুতে খিলখেত থানায় পরিবহন আইন ২০১৮/ ১০৫ ধারায় একটি মামলা হলেও এখনও কোন ঘাতককে ধরা হয়নি বা আদৌও ধরা হবে বলেও আমার কাছে মনে হচ্ছে না, মামলাটিকে স্থানিয় থানা গুরুত্বর সাথে দেখছেন না, অন্যদিকে গাড়ির মালিক এসে গাড়িটিও নিয়ে যায়, এলাকাবাসি, বিভিন্ন সংস্থা , মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন অংশে মানব্বন্ধন, প্রতিবাদ সভা করেন, তারমধ্যে উল্লেখযোগ্য
(ক) মার্চ ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সড়ক চাই  প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক
(খ) মে ২০১৯ - জাতিয় প্রেসক্লা্ক্লাব - #মানব্বন্ধন যাত্রী কল্যাণ সমিতির মোজ্জামেল হক , নিরাপদ সড়ক আন্দলন(নিসআ) সংগঠকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সংগঠক
(গ) জুলাই ২০১৯- ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি - #সংলাপ - বিশিষ্ট সাংবাদিক সহিদুল আলম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ও বিশ্ব বিদ্যালয়ের নেত্রীবৃন্দ, ২০১৮ , ২৯শে জুলাই শিক্ষার্থী আন্দলনের নির্যাতিত ছাত্র নেত্রীবৃন্দ ও সড়ক পরিবহণ শ্রমিক নেতা
(ঘ) অগাস্ট ২০১৯ - ( শেওড়া বাস স্ট্যান্ড) আদনান চত্বরে - #মানব্বন্ধন নিরাপদ সরক চাইয়ের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন এর পুত্র জয়, আজাদ ভাই সহ, স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি , স্থানিয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, সামাজিক সংগঠনের সংগঠক
সকলে মেধাবী আদনান তাসিন হত্যার সুবিচার ও নিম্ন লিখিত দাবি পেশ পেশ করছি

১ ) আদনান তাসিনকে হত্যাকারী ঘাতকবাস চালককে আটক করে দ্রুতবিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে
২ ) সড়কে অব্যবস্থাপনার জন্য দায়ি বাক্তি ও প্রতিস্থানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে
৩ ) সরকারি কুর্মিটোলা হাসপাতালে অবহেলার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪ ) আদনান তাসিনের পরিবারকে ক্ষতিগ্রস্থদের মত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে
৫ ) আদনান তাসিনের নামে শেওড়ারেলগেট অঞ্চলস্থ ফুটওভারব্রিজের নামকরণ করতে হবে

 আমি পোশাক কারখানায় কর্মরত থাকা অবস্থায় ২০১৭ সালে হটাত করে দুরারোগ্য জিবিএস ভাইরাসে আক্রান্ত হয়ে পুরোপুরি পারাল্যসিস হয়ে যাই, দীর্ঘ ১৭ মাস ব্যয়বহুল চিকিৎসা ও ফিজিওর পর হাঁটতে পারি তবে এখনো শরীরে ভারসাম্য আসেনি, তথাপি আমি ঢাকা উত্তর মেয়র মহোদয়, গুলশান পুলিশ  কমিশনারসহ অনেকের কাছে আবেদন করি, কিন্তু কোন প্রতিকার পাইনি, আমার অর্থনৈতিক শক্তি বা প্রভাব বা প্রতিপত্তি নেই যা দিয়ে আমি আমার নিস্পাপ সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচারের জন্য লড়বো, হত্যাকারী ঘাতক বাস চালক, হেল্পার, মালিক কে আটক করে দ্রুত বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও  সড়কে অব্যবস্থাপনার জন্য দায়ি বাক্তি ও প্রতিস্থানের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত কল্পে আপনার হস্তক্ষেপ প্রার্থনা করছি।


অতএব,মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন এই যে, সড়কে আদনান তাসিনের হত্যার সুবিচার নিশ্চিত করতে মামলাটি ডিবি তে হস্তান্তরের ব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি হয় ও দোষীদের শাস্তি প্রদানে আপনার আশু হস্তক্ষেপ প্রার্থনা করছি
নিবেদক,
এলাকাবাসির পক্ষে 
মাসুক আলম
  জোয়ার সাহারা বাজার,
  ভাটার্‌ ঢাকা ১২২৯

No comments:

Post a Comment